আসন্ন বিশ্বকাপের ৪৮টি ম্যাচ লাইভ দেখা যাবে রবির ডিজিটাল স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম মাই স্পোর্টসে।
গ্রাহকরা এক দিনের বা পাঁচ দিনের প্যাক সাবস্ক্রাইব করতে পারবেন। ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ দৈনিক প্যাকের মূল্য ২ টাকা ৪৪ পয়সা এবং পাঁচ দিনের প্যাকের মূল্য ৬ টাকা ০৯ পয়সা।
দৈনিক প্যাকের জন্য স্টার্ট এসপি (START SP) এবং পাঁচ দিনের প্যাকের জন্য স্টার্ট এসপিডব্লিউ (START SPW) লিখে ২২২২২ নম্বরে ডায়াল করতে হবে।