থম বারের মতো ডেটা প্যাকেজে ক্যাশব্যাক অফার দিচ্ছে এয়ারটেল।
অফারটির আওতায় গ্রাহকরা ডেটা প্যাকের ওপর ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তবে এক্ষেত্রে সর্বনিম্ন ৩০ টাকা মূল্যের ডেটা প্যাক কিনতে হবে গ্রাহকদের।
অফারের আওতায় ক্যাশব্যাক’র অর্থ গ্রাহকদের মূল অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই টাকা এয়ারটেলের যে কোনো সেবা গ্রহণে ব্যবহার করা যাবে।
অফারটি শুধু এয়ারটেলের প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।