তথ্য নিরাপত্তা জোরদারে গুগলের নতুন নীতিমালা

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:45:38

টেক জায়ান্ট গুগল বলছে তারা মানুষের সামনে প্রযুক্তির অভিনব সব ফিচারের সঙ্গে সঙ্গে নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই সঙ্গে তারা ইউজারদের স্মরণ করিয়ে দিতে চায় অনলাইনে ইউজারদের তথ্য নিরাপত্তার বিষয়টি।

সম্প্রতি গুগলের বার্ষিক ‘গুগল আই/ও’ সম্মেলনে নতুন নতুন প্রোডাক্ট ও ফিচারের সঙ্গে গুগলের বিশেষ প্রাধান্য ছিল ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়টি।

গুগলের নিরাপত্তা প্রধান কিথ এনরাইট বলেন, ‘উন্নত প্রযুক্তি এবং ইউজারদের তথ্যসুরক্ষায় গুগল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে আধুনিক প্রযুক্তি এবং তথ্যের নিরাপত্তায় বিশাল বিনিয়োগ করেছি। আমাদের নতুন নীতিমালায় গ্রাহকদের তথ্যে ডেভলোপারদের প্রবেশে কঠোর নীতিমালা করা হয়েছে।’

এনরাইট বলেন, ‘এখন থেকে গুগল কর্তৃপক্ষ প্রোডাক্ট এবং সার্ভিস ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র অনুমতির ভিত্তিতেই গ্রাহকদের তথ্য নিতে পারবে। এরমধ্যে গুগলের বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসে ওয়ান ট্যাপ অ্যাক্সেস টু গুগল, ইনকোগনিটো মুড গুগল সার্চ এবং ম্যাপের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে।’

সম্প্রতি বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানগুলো। ঠিক সেই মূহুর্তে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, 'গুগল কখনোই তাদের গ্রাহকদের তথ্য তৃতীয়পক্ষের কাছে বিক্রি করে না।'

তিনি বলেন, ‘নিরাপত্তা শুধুমাত্র কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য হতে পারে না, নিরাপত্তা বিশ্বব্যাপী সকল মানুষের পাওয়ার অধিকার আছে।’

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর