এয়ারপডের দাম ৪ ডলার!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 05:50:36

অ্যাপেলের প্রোডাক্ট মানেই দামের দিক থেকে অনেকটা চওড়া। তেমনি অ্যাপেলের একটি স্টাইলিশ এয়ারপড কিনতে হলে আপনাকে গুনতে হবে ১৬০ মার্কিন ডলার। যদি চার ডলারেই এয়ারপড পান তাহলে কেমন হবে? বিশ্বাস হচ্ছে না?

১৫ বছরের এক কিশোরের তৈরি এয়ারপডের মূল্য হচ্ছে চার ডলার। সেই কিশোর অ্যাপেলের এয়ারফোন থেকে ওয়াইরলেস এয়ারপড তৈরি করেছে। সে অ্যাপেলের পুরানো ইয়ারপডস-এ গরম আঠা ও তারবিহীন এয়ারবাডস দিয়ে এয়ারপডটি তৈরি করে।

স্যাম ক্যাশবুক তার রেডিট অ্যাকাউন্টে লেখে, ‘আমি দুই মাস আগে এই প্রোজেক্টির কাজ শুরু করেছি, যখন আমার এক বন্ধু তার জন্মদিনে এয়ারপড উপহার হিসেবে পেয়েছে। তখন আমি ভাবলাম এতো টাকা দিয়ে না কিনে আমি তা ঘরেই তৈরি করব।’

স্যাম তখন এয়ারপড তৈরির বিভিন্ন ভিডিও দেখে নিজের এয়ারপড তৈরির কাজ শুরু করে। কিন্তু ভিডিওতে সঠিক নির্দেশনা না পেয়ে সে অনলাইন প্লাটফর্ম ই-বে থেকে একটি ওয়াইরলেস হেডফোন কেনেন।

পরবর্তীতে তার বিহীন হেডফোন খুলে তার ভেতরের যন্ত্রপাতি বের করে হেডফোনের মূল স্পিকার খুলে প্রিন্টেড সার্কিটের সঙ্গে অ্যাপল ইয়ারপডস-এর স্পিকার জোড়া লাগিয়ে তার তারবিহীন এয়ারপড তৈরি করেন।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর