হুয়াওয়ে স্মার্টফোনে প্রি-ইনস্টল থাকবে না ফেসবুক

মোবাইল ফোন, টেক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-31 18:00:19

হুয়াওয়ে স্মার্টফোনে অ্যাপ প্রি-ইনস্টলেশনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বলা হচ্ছে, গুগলের পর ফেসবুকের এহেন সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির উপরে বড় ধরনের নেতিবাচক প্রভাব তৈরি হবে।

ইতোমধ্যে যারা হুয়াওয় ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করছেন তারা পরবর্তীত সময়েও এই অ্যাপ ব্যবহার অব্যাহত রাখতে পারবেন এবং নিয়মিত আপডেট পাবেন। তবে নতুন ব্যবহারকারীদের হুয়াওয়ে মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইন্সটাগ্রাম অ্যাপ প্রি-ইন্সটলড থাকবে না।

প্রি-ইনস্টলড না থাকলেও হুয়াওয়ের গ্রাহকরা এই অ্যাপগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন ও নিয়মিত আপডেট করতে পারবেন। এই অ্যাপগুলো মোবাইলের অ্যাপস বক্সে আগে থেকেই ইন্সটল করা থাকতো। যে তালিকা থেকে এই অ্যাপসগুলো সরে যাচ্ছে।

এদিকে মে মাসে নিরাপত্তা ইস্যুতে গোয়েন্দা নজরদারির অভিযোগ এনে গুগল, ইন্টেল, কোয়ালকম প্রতিষ্ঠানগুলো হুয়াওয়াইকে ত্যাগ করে।   

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মূলত হুয়াওয়াইকে আরো চাপে ফেলতে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি গ্রাহকরা এখন হুয়াওয়ের ফোন কিনতে অনিচ্ছা প্রকাশ করবে বলে মনে করছেন হুয়াওয়ের বিক্রেতা প্রতিষ্ঠানগুলো।

বিশ্লেষকরা জানান, গ্রাহকরা সাধারণত জনপ্রিয় অ্যাপস গুলো ব্যবহার করতে না পারলে, কিনতে অনিহা প্রকাশ করবে। পাশাপাশি স্মার্টফোন বিক্রয় প্রতিষ্ঠানগুলো বড় ধরণের ক্ষতির সম্মুখীন হবে।

তবে হুয়াওয়ের যে সকল স্মার্টফোন ইতোমধ্যে বাজারে আছে, সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না। যে স্মার্টফোনগুলো এখনও বাজারে আসেনি, সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এমন নিষেধাজ্ঞা।

এ সম্পর্কিত আরও খবর