চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি ইতোমধ্যে এশিয়ার অঞ্চলে দুর্দান্ত সব ফিচার এবং বাজেট রেঞ্জের স্মার্টফোন তৈরি করায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
তবে শাওমি’র নিজস্ব ইউজার ইন্টারফেস (এমআই ইউআই) ব্যবহারে মাত্রাতিরিক্ত বিজ্ঞাপনের চাপে অতিষ্ঠ হয়ে ওঠেন ব্যবহারকারীরা। মূলত তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের কারণেই বিজ্ঞাপনের পরিমাণ অনেক বেশি দেখা যায়। এছাড়াও বিজ্ঞাপনে অশ্লীল কনটেন্ট দেখানোর বিষয়েও বিভিন্ন অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
তাই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুর দিক থেকেই তাদের অ্যান্ড্রয়েড ভার্সন ১১ এর ডেভেলপমেন্ট এর কাজ শুরু করেছিল। আর নতুন এই ভার্সনে বিজ্ঞাপনের সিস্টেমকে নতুন ভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো তে শাওমি জানায়, তাদের নতুন এই ভার্সনে বিজ্ঞাপনের বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে এবং বিজ্ঞাপনে অশ্লীল কনটেন্ট বন্ধ করতে তারা কঠোর উদ্যোগ গ্রহণ করেছে।
শাওমি’র নতুন এই অ্যান্ড্রয়েড ভার্সনটি আগামী তিন মাসের মধ্যে চালু করে হবে বলে জানায় প্রতিষ্ঠানটি।
সূত্র: জিসমোচীনা.কম