পুরো বিশ্ব এখন কাঁপছে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায়। মাঠের বাইরে বিশ্বকাপ খেলা দেখার একমাত্র উপায় হচ্ছে স্যাটেলাইট টেলিভিশন। বিভিন্ন অনলাইন সাইটগুলোও লাইভ স্কোর জানার বিশেষ সুবিধা দিচ্ছে। কিন্তু কেউ কেউ আবার আইসিসির নীতিমালা লঙ্ঘন করে অডিও পডকাস্ট করছে।
এদিকে আইসিসির নীতিমালা লঙ্ঘন করে বিশ্বকাপ খেলার সরাসরি পডকাস্ট সম্প্রচার করায় ৬০টি ওয়েবসাইট এবং বিভিন্ন রেডিও চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারতের হাইকোর্ট।
বিচারপতি জে আর মিধা সোমবার (১০ জুন) এই আদেশ দেন। সেই সাথে আগামী ৪ সেপ্টেম্বর দ্বিতীয় রায় শুনানির আগ পর্যন্ত এসব সাইটের সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।
এছাড়া সার্চ ইঞ্জিন গুগল, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ভারতীয় মোবাইল অপারেটরগুলোকে এসব সাইটগুলো ব্লক করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
মোবাইল অপারেটরগুলো যেন আনঅথোরাইজড সাইট থেকে বিশ্বকাপের খেলার অডিও, ভিডিও সম্প্রচার না করে, সে নির্দেশ দিয়েছে আদালত।
তবে বিশ্বকাপের প্রতিটি খেলা, ওয়ার্ম আপ সেশনসহ অডিও পডকাস্ট করতে প্লানটিফ নামের একটি গ্রুপকে আইসিসি কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: গ্যাজেটস নাও।