বাজেটে বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ

আইসিটি সংবাদ, টেক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:45:35

দেশের তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ২০১৯-২০ অর্থবছরে বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এক হাজার ৯৩০ কোটি টাকা। 

যা ২০১৮-১৯ অর্থবছর থেকে বেড়েছে ১৯৩ কোটি টাকা। গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওযা হয়েছিল দুই হাজার ৬৮১ কোটি টাকা।

পরে সংশোধিত বাজেটের পরিমাণ দাঁড়িয়েছিল এক হাজার ৭৩৭ কোটি টাকা।  

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আগামী অর্থবছরে এই বাজেট বরাদ্দ ঘোষণা করছেন।

এ সম্পর্কিত আরও খবর