স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে নতুন বাজেটে।তাই বলা যায় আগামী অর্থবছরে মোবাইল ফোন কিনতে গ্রাহককে গুনতে হবে বর্তমানের চেয়ে দেড়গুন বেশি দাম ।
বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।
আগে এই শুল্ক ছিল ১০ শতাংশ।এর ফলে দেশে আমদানি করা স্মার্টফোনের দাম বেশ বেড়ে যাবে।
২০১৯-২০ অর্থবছরের বাজেটে বলা হয়, স্মার্টফোন সমাজের বিত্তবান লোকজন ব্যবহার করে বলে এর আমদানি শুল্ক ২৫ শতাংশ করার প্রস্তাব করা ।
এতে বলা হয়েছে ফিচার ফোন নিম্ন আয়ের জনগোষ্ঠি ব্যবহার করে। বর্তমানে ফিচার ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ, যা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
আইসিটি খাতের অন্যতম অনুষঙ্গ সেলুলার ফোন উৎপাদন ও সংযোজনে রেয়াতি সুবিধার কারণে দেশে এর ৫-৬টি কারখানা স্থাপিত হয়েছে উল্লেখ করে এবারের বাজেটে সেই সুবিধা রেখে সেলুলার ফোন উৎপাদনে কিছু যংন্ত্রাংশ আমদানির শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।এছাড়া সিম ইজেক্টর পিন , ক্রিস্টাল ডায়োড, চার্জার কানেক্টর পিনের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।