বাবা নামটির আড়ালে লুকিয়ে আছে শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। প্রতি বছরের মতো ১৬ জুন (রোববার) সারা বিশ্বে পালিত হচ্ছে বাবা দিবস। এ উপলক্ষে বাবাদের নিয়ে গুগলের একটি ডুডল করা হয়েছে।
গুগলের হোমপেজে গেলেই দেখা যাচ্ছে এই বিশেষ ডুডলটি। এ বছর গুগলে বাবাদের প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে একটি হাঁস। গুগলের হোমপেজে গেলে দেখা যাচ্ছে হাঁসটি পানিতে তার বাচ্চাদের সঙ্গে খেলা করছে। বাচ্চাগুলো কখনো পানিতে বাবা হাঁসের গায়ে মাথায় উঠছে আবার কখনোবা পানিতে ডুব দিয়ে লুকোচুরি খেলছে।
খুব মজার এই ভিডিওটিতে বোঝানো হয়েছে বাবারা তার সন্তানদের কিভাবে আগলে রাখে। সন্তাদের সঙ্গে বাবার স্নেহের বন্ধন তুলে ধরতেই মূলত গুগলের এই বিশেষ ডুডল।
অন্যান্য বছরগুলোতেও গুগল বাবা দিবসে বিশেষ ডুডল করে। সেখানে সন্তান ও বাবার জুতার ছবি, রঙ পেন্সিল দিয়ে বাচ্চার সঙ্গে সময় কাটানোর দৃশ্য কিংবা বিভিন্ন মাপের হাতের ছবি দিয়ে ডুডল করা হয়েছিল। প্রতিটি ডুডলের পেছনে একটা প্রতীকী গল্প রাখবার চেষ্টা করে গুগল। অবশ্য মা দিবসেও গুগল ডুডল করতে দেখা যায়।