হুয়াওয়ের যে কোন ফোনে অ্যান্ড্রয়েড সেবা বন্ধ হয়ে গেলে ১০০ শতাংশ রিফান্ড দেয়ার অফার দিয়েছে ফিলিপাইনের খুচরা ফোন বিক্রেতারা।
সম্প্রতি হুয়াওয়ে এবং মার্কিন ব্যবসা দ্বন্দে হুয়াওয়ে ফোনের বিক্রিতে ধ্বস নামতে পারে। তাই আগে ভাগেই সতর্ক হয়ে বিশেষ এক ওয়ারেন্টি প্রোগ্রাম চালু করেছেন তারা।
এছাড়াও তারা জানান, অ্যান্ড্রয়েড সাপোর্ট বন্ধ হলেও যে নতুন কেনা ফোনে আগামী দুই বছর পর্যন্ত গুগল প্লে স্টোর, জিমেইল, গুগল ম্যাপ, ফটোস, ক্রোম ও ইউটিউব ব্যবহার করা যাবে সে বিষয়ে ত্রেতাদের আশ্বস্ত করতে চান তারা।
‘টু ইয়ারস অব গুগল অ্যাপস’ প্রোগ্রামের আওতায় হুয়াওয়ে পি ৩০ প্রো, হুয়াওয়ে পি ৩০, হুয়াওয়ে পি ৩০ লাইট, হুয়াওয়ে ম্যাট ২০ প্রো, হুয়াওয়ে ম্যাট ২০, হুয়াওয়ে পি ২০ প্রো, হুয়াওয়ে পি ২০, হুয়াওয়ে পি ২০ লাইট, হুয়াওয়ে নোভা থ্রি, হুয়াওয়ে নোভা থ্রি আই, হুয়াওয়ে নোভা ২ লাইট ফোনে রিফান্ড পাওয়া যাবে।
ফিলিপাইনসের প্রায় ৩০ পার্টনার রিটেইলার ও ডিলার এই বিশেষ ওয়ারেন্টি প্রোগ্রামে যুক্ত হয়েছেন।