শিশুরা কোনো পণ্য নয়

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 15:30:21

প্রযুক্তির সুফলগুলো আমরা যেমন ভোগ করছি, তেমনি এর কুফলও আমাদের জীবনে ডেকে নিয়ে আসে ভয়াবহ পরিস্থিতি। আর প্রযুক্তির এই আগ্রাসনে সবচেয়ে বেশি স্পর্শকাতর অবস্থায় আছে শিশুরা, এমনটা মন্তব্য করেন অ্যান্ড্রো অ্যাশে।

যিনি একজন সাবেক শিক্ষক এবং যুক্তরাজ্য ভিত্তিক সফটওয়্যার কোম্পানির (ওয়ান বিলিয়ন ওআরজি) প্রধান নির্বাহী কর্মকর্তা।

অ্যাশে বিবিসি-কে বলেন, ‘বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন গ্রাহকদের তথ্যের গোপনীয়তার বিষয়টি নিশ্চিত করতে পারছে না। এসব ক্ষেত্রে শিশুদের লার্নিং ডেটা এবং মনিটাইজ করে তাদের তথ্য হাতিয়ে নিতে বসে আছে কোম্পানি গুলো। যার জন্য আমি শঙ্কিত।’

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব বোঝাতে গিয়ে অ্যাশে বলেন, এমন অনেক প্রতিষ্ঠানকে তিনি চেনেন যারা শিশুদের লার্নিং ডেটাগুলো বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করতে চায়। কিন্তু এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের উচিত আগে শিশুদেরকে প্রাধান্য দেওয়া।

সম্প্রতি তার প্রতিষ্ঠান গ্লোবাল লার্নিং ‘এক্স প্রাইজ’ হিসেবে ৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার লাভ করে। মূলত সুবিধাবঞ্চিত শিশুদের তিনি প্রযুক্তির সাহায্যে শিক্ষা প্রদান করেন। তার অলাভজনক প্রতিষ্ঠান সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করছে।

সূত্র: বিবিসি  

এ সম্পর্কিত আরও খবর