গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সেবা সপ্তাহ-২০১৯ আয়োজন করে দেশের অনলাইন রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডট কম।
উত্তরায় বিপ্রপার্টির উত্তরা মার্কেটপ্লেস খান টাওয়ারে গত ২২ জুন এই শুরু হওয়া এই সেবা সপ্তাহ শেষ হয় ২৭ জুন।
সেবা সপ্তাহ উপলক্ষ্যে গ্রাহকরা বিনামূল্যে নতুন প্রপার্টি ক্রয়-বিক্রয়ে প্রপার্টি এক্সপার্টদের পরামর্শ, জমি বা প্রপার্টির দলিল বা কাগজের বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ লিগ্যাল টিমের পরামর্শ এবং হোম লোন ও ফিন্যান্সিয়াল কনসালটেন্সি সেবা ফ্রি তে পেয়েছেন।
সেবা সপ্তাহের বিষয়ে বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক নসওয়ার্দি বলেন, ‘সুপরিকল্পিত নগরায়নের এক দৃষ্টান্ত উত্তরা। চমৎকার সাজানো গোছানো উত্তরায় জনসংখ্যার ঘনত্ব যেমন বাড়ছে, তেমন সম্প্রসারণও হচ্ছে এলাকাটি। বাসা কিংবা অফিস বা যেকোনো ধরণের প্রপার্টি ভাড়া বা বিক্রির জন্য উত্তরা এখন খুবই সম্ভাবনাময় এলাকা। এ ধরনের আয়োজনে আমরা গ্রাহকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি।’