এক মাসের মাথায় হুয়াওয়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই হুয়াওয়ের সঙ্গে পুনরায় বাণিজ্য করতে পারবে যুক্তরাজ্যের প্রতিষ্ঠান গুগল। হুয়াওয়ের কাছে অ্যান্ড্রয়েড আপডেটসহ লাইসেন্স বিক্রি করতে পারবে গুগল।
সম্প্রতি মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জি-২০ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এর সঙ্গে হুয়াওয়ে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন ট্রাম্প। সেখানে ট্রাম্প বলেন, হুয়াওয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ব্যবসা করতে পারবে এবং চীনের অপর নতুন করে আর কোনো বাণিজ্যিক শুল্ক আরোপ করা হবে না।
এর আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ হুয়ায়াওয়ের পণ্য ব্যবহার দেশের নিরাপত্তায় হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এজন্য চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে সহ ৬৮ টি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে হুয়াওয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র বাণিজ্য বিভাগ।
সূত্র: হিন্দুস্তান টাইমস