গ্রামীণফোনের ৩০ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করেছে বিটিআরসি

, টেক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 18:22:28

বকেয়া অর্থ পরিশোধ না করায় শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ব্যান্ডউইথ আংশিকভাবে ব্লক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। জিপির ৩০ ও রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করা হয়েছে।

এর ফলে গ্রাহকরা কল ড্রপ ও ইন্টারনেট সেবায় ধীরগতির সমস্যার মুখে পড়বেন।

বিটিআরসি সূত্রে জানা যায়, গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ এবং রবির কাছে ৭৬৭ কোটি টাকা পাওনা বিটিআরসির। বেশ কিছুদিন থেকে এ পাওনার জন্য তাগদা দিচ্ছিল।

পাওনা পরিশোধ না করা পর্যন্ত ব্যান্ডউইথ কানেকশন দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও খবর