যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন

টিপস অ্যান্ড ট্রিকস, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 09:01:26

প্রযুক্তির অনেক উন্নয়ন হলেও ইউটিউব থেকে গান শুনতে হলে এখনও ফোনের স্ক্রিন অন্য রেখেই গান শুনতে হয়। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে ইউটিউব থেকে গান শুনা যায় না। আর ইউটিউব প্রিমিয়াম ভার্সনে সেই সুবিধা থাকলেও মাসে ১২ ডলার গুনতে হবে। তবে ছোট্ট একটি ট্রিকস অ্যাপ্লাই করেই ইউটিউব থেকে ব্যাকগ্রাউন্ড গান শোনা যাবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কীভাবে এই ট্রিকসটি অ্যাপ্লাই করবেন-

১. প্রথমেই গুগলের প্লে স্টোর থেকে ‘টেলিগ্রাম’ অ্যাপটি ডাউনলোড করুন।
২. এবার ইউটিউব থেকে যে গানটি শুনতে চাচ্ছেন সেই গানের ‘লিংক’ টেলিগ্রামের নিজের সঙ্গে চ্যাট অথবা বন্ধুর কাছে লিংকটি শেয়ার করুন।
৩. এখন সেই লিংকে ক্লিক করলে দেখবেন নিচের দিকে ‘পিকচার-ইন-পিকচার’ মুড অপশনে ক্লিক করুন।

অফ স্ক্রিনে ইউটিউবে গান শুনতে ট্রিকসটি অনুসরণ করুন, ছবি: সংগৃহীত


৪. এবার পপ-আপ উইন্ডোতে ‘পিকচার-ইন-পিকচার মুড’ সেটিংস দেখাবে। সেটিংসে ক্লিক করলে ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপ’ অপশনটি অন করে দিন।
৫. এবার পুনরায় টেলিগ্রাম থেকে ইউটিউব ভিডিওটি প্লে করে ‘পিকচার-ইন-পিকচার’ মুডে ক্লিক করুন।
৬. এবার গানটি বাজলে ফোনের স্ক্রিন লক করে দিন। ব্যাস ব্যাকগ্রাউন্ডেই ইউটিউব থেকে গান শুনতে পারবেন।

তবে এই ট্রিকসটি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসে কাজ করবে।

সূত্র: দ্যা নেক্সট ওয়েব

এ সম্পর্কিত আরও খবর