বিধবা, বয়ষ্ক ব্যক্তি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যাতে ব্যাংক এশিয়ার মাধ্যমে নির্দিষ্ট রবি রিটেইল পয়েন্ট থেকে নির্ধারিত ভাতা তুলতে পারেন সে লক্ষ্যে চুক্তি করেছে প্রতিষ্ঠান দুটি।
স্বল্প-পুঁজির ব্যবসায়ীদের মাধ্যমে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে কক্সবাজারের চকোরিয়ায় একটি পাইলট প্রকল্প শুরু করবে রবি ও ব্যাংক এশিয়া। আগামীতে এ উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। জুলাইয়ের মাঝামাঝি পাইলট প্রকল্পটি শুরু হবে।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আরফান আলী আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই উদ্যোগের সূচনা করেন।
এ সময় রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, ডিজিটাল সার্ভিসেসের এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী, ডিজিটাল সার্ভিসেসের জেনারেল ম্যানেজার এএম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
ব্যাংক এশিয়ার পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এসইভিপি অ্যান্ড হেড অব চ্যানেল ব্যাংকিং সরদার আখতার হামিদ, ইভিপি অ্যান্ড হেড অব ব্রাঞ্চ মো: আব্দুল লতিফসহ আরও অনেক কর্মকর্তা।