ফ্রান্সের সংসদ অধিবেশনে সিনেট সদস্যদের ভোটের মাধ্যমে গুগল, ফেসবুক, অ্যাপেল এবং আমাজনের ওপর ডিজিটাল ট্যাক্স আরোপ করার সিধান্ত গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দেশটির সংসদের এই সিধান্ত গ্রহণ করা হয়েছে। ফ্রান্সই বিশ্বের প্রথম দেশ যা এসব টেক জায়ান্টগুলোর ওপর ডিজিটাল ট্যাক্স আরোপ করা হয়েছে।
চীনের বার্তাসংস্থা জিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে ডিজিটাইল মাধ্যমগুলোতে যেকোনো প্রকার বিজ্ঞাপন প্রদানে ৩ শতাংশ ট্যাক্স দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
মূলত এসব বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিজ্ঞাপনের বাজার থেকে ব্যাপক পরিমাণ আয় করছে। এরমধ্যে ফ্রান্স থেকেই এর একটি বিশাল অংশ আয় করছে এসব প্রতিষ্ঠান। কিন্তু এরা কেউই ফ্রান্সকে কোনো ট্যাক্স দেয় না।
এবিষয়ে টেক জায়ন্টগুলো বলছে, এই তিন শতাংশ কর আরোপের ফলে গ্রাহকদের জন্য খরচ বেড়ে যেতে পারে।
এর আগে গত ৪ জুলাই ডিজিটাল কোম্পানিগুলোর ওপর ৩ শতাংশ কর আরোপের প্রস্তাব আনা হয়েছিল।
সূত্র: গ্যাজেটস নাও