নতুন সোশ্যাল মিডিয়া 'শুলেস'

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 18:48:44

টেক জায়ন্ট গুগলের নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘শুলেস’ যা একই কমিউনিটির মানুষদেরকে এক জায়গায় জড় হতে সাহায্য করবে। প্রাথমিকভাবে শুলেস অ্যাপটি শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে অ্যাপেল এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করা যাবে।

মূলত, একই চিন্তা চেতনায় বিশ্বাসীদেরকে একটি নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে অ্যাপটি।

ধরুন, আপনি আপনার শহর ছেড়ে একটি নতুন শহরে গেছেন। যেখানে কাউকেই চিনেন না। এই পরিস্থিতে আপনাকে বন্ধু খোঁজে পেতে সাহায্য করবে গুগলের শুলেস।

গুগল নিরাপত্তা বিষয় নিশ্চিত করতে, অ্যাপ ইনস্টল করার পরে যেকোনো কমিউনিটিতে প্রবেশ করতে ভেরিফিকেশনের মাধ্যমে জয়েন্ট করতে হবে। আর গুগলের নীতিমালার অনুসরণ করে শুলেস-এর কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্প্রতি গুগল প্লাসের নিরাপত্তা ইস্যু এবং ম্যানেজমেন্টের অভাবে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পরে এবার শুলেস চালু করেছে প্রতিষ্ঠানটি।

গত ২০১০ সালে গুগলের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘বায’ টুইটারের আদলে চালু করেছিল। পরবর্তীতে এক বছরের মাথায় তার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর