রোবট মাছেরও রক্ত আছে?

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 01:59:23

এতদিন রোবট দুনিয়ায় বিভিন্ন ধরনের এবং আকৃতির রোবট দেখা গেছে। এরমধ্যে এমন অনেক রোবট তৈরি হয়েছে যা দেখতে আবার মানুষের মতো। তবে এবার করনেল ইউনিভার্সিটির একদল গবেষক একটি রোবট মাছ তৈরি করেছেন। যার চালিকা শক্তি হচ্ছে রোবট ব্লাড বা রোবটের রক্ত।

এর নাম রাখা হয়েছে ‘লায়ন ফিশ’। এই রোবট মাছে ব্যবহৃত  ব্যাটারির চার্জ খুব দ্রুতই শেষ হয়ে যায়, যার ফলে এর কর্মশক্তি হারিয়ে ফেলে। সেই মূহুর্তে কার্যসম্পাদন করতে ‘রোবট ব্লাড’ থেকে শক্তি যোগাবে লায়নফিশ।

কর্নেল ইউনিভার্সিটির রোবার্ট শেফার্ড বলেন, ‘মূলত আমাদের শরীরে চালিকা শক্তি হিসেবে রক্ত যেরূপ কার্য সম্পাদন করে ঠিক সেই ধারণা থেকেই রোবট মাছে রোবট ব্লাড দেওয়ার কথা চিন্তা করি।’

যদিও এর চলাচল অনেক ধীর গতি সম্পন্ন কিন্তু বহুক্ষণ ধরে পানিতে সাঁতার কাটতে সক্ষম এই লায়নফিশ। প্রতি মিনিটে ১৫ সেন্টিমিটার সাঁতার কাটে এই রোবট মাছ। তবে টানা ৪০ ঘণ্টা পানিতে সাঁতার কাটতে পারবে।

গবেষকরা মনে করছেন, লায়ন ফিশ সাগরের তলদেশের খবর সম্পর্কে নভোচারী, পরিবেশবিদ এবং গবেষণার কাজে সাহায্য করবে।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর