বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল নোকিয়া ৩.২ ও নোকিয়া ২.২ নামের নতুন দুটি সর্বাধুনিক স্মার্টফোন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর লা ভিঞ্চি হোটেলে নোকিয়া ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবালের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দুটি নতুন স্মার্টফোনের আনুষ্ঠানিক বাজারজাতের ঘোষণা দেয়া হয়।
স্মার্টফোন দুটির উন্মোচন অনুষ্ঠানে এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান রশিদ বলেন, মোবাইল ফোন প্রযুক্তির সর্বশেষ এবং অসাধারণ উদ্ভাবনগুলো থাকা উচিত সবার হাতের নাগালে। তাই নেকিয়া ২.২ এর বিশেষ ফিচারগুলোর মধ্যে আছে বায়োমেট্রিক ফেইস আনলক, এআই ইমেজিং, সেরফি নচ, গুগল লেন্স এবং ডেডিকেটেড গুগল এসিসটেন্ট বাটন।
এ সকল ফিচারের মাধ্যমে নোকিয়া আনতে চায় হ্যান্ডসেট ব্যবহারের পদ্ধতিতে আমূল পরিবর্তন, যোগ করেন তিনি।
নোকিয়া ৩.২ স্মার্টফোনটি সম্পর্কে ফারহান রশিদ বলেন, এখন পর্যন্ত নোকিয়ার স্মার্টফোনগুলোর মধ্যে সবথেকে বড় ডিসপ্লে হচ্ছে নোকিয়া ৩.২ ফোনটির ডিসপ্লে। চোখের উপর বাড়তি চাপ ছাড়া যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তিগত কাজ সেরে নেয়া যাবে । নিরাপত্তার জন্য ফোনটির পিছনে থাকছে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এছাড়াও ৩.২ ফোনটিতে আছে নোটিফিকেশন লাইট, যা দিবে প্রতিটি নোটিফিকেশনের সংকেত।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশের এইচএমডি গ্লোবাল বাংলাদেশের হেড অব বিজনেস ফারহান বলেন, ফোন দুটির কনফিগারেশন ও দামে ভিন্নতা রয়েছে। দুটি ফোনই পাওয়া যাবে সেরা দামে। নোকিয়া ৩.২ (৩/৩২ জিবি) ১৩ হাজার ৪৯৯ টাকা, নোকিয়া ২.২ (২/১৬ জিবি) ১০ হাজার ৯৯৯ টাকা এবং নেকিয়া ২.২ (৩/৩২ জিবি) ১২ হাজার ৯৯৯ টাকায়।
নোকিয়া ৩.২ হ্যান্ডসেটটিতে একবার ফুল চার্জ দিলে দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
ফারহান রশিদ আরও বলেন, বাজারে নোকিয়া ৩.২ এক্সক্লুসিভলি শুধুমাত্র দারাজ.কম এ পাওয়া যাবে। আনুষ্ঠানিক এ উন্মোচনের পর থেকে দেশের বিভিন্ন বিপণন কেন্দ্রে পাওয়া যাবে নোকিয়া ২.২।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল কবির, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, এইচএমডি গ্লোবাল বাংলাদেশের মার্কেটিং লিড ইফফাত জহুরসহ প্রমুখ।