সর্বোচ্চ দ্রুতগতি এবং ইন্টারনেটের সহজলভ্যতা নিশ্চিত করতে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টগুলো যৌথভাবে ওয়াই ফাই নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে। সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপতিতে প্রতিষ্ঠানগুলো তারদের এই পরিকল্পনার কথা জানায়। এই ওয়াই ফাই এর ব্যান্ডউইথ দেওয়া হবে ৬গিগাহার্টজ।
নতুন ওয়াই ফাই নেটওয়ার্ক শর্ট রেঞ্জের মধ্যে নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। এই নেটওয়ার্কে অগমেন্টেড রিয়েলিটি/ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, স্মার্টফোন, ল্যাপটপসহ আরও বিভিন্ন ডিভাইস ব্যবহার করা যাবে।
অ্যাপেল এবং গুগল ৬গিগাহার্টজের নেটওয়ার্ক নিশ্চিত করতে তারা কাজ করছে। এতে করে তাদের বিভিন্ন ডিভাইসে সাপোর্টসহ ভার্চুয়াল অ্যাসিসটেন্ট গাড়ি সহ অন্যান্য ডিভাইসে চলবে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ওয়াই ফাই নেটওয়ার্ক পদ্ধতি ৫জি থেকে অনেক বেশি দ্রুতগতি সম্পন্ন হবে। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমতি ছাড়া এই ওয়াই ফাই নেটওয়ার্ক কার্যক্রম শুরু করতে পারবে না।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপেল, ফেসবুক, গুগল, এইচপি, ব্রোডকম এবং কোয়ালকম যৌথ উদ্যোগে ওয়াই ফাই নেটওয়ার্ক স্থাপনে কাজ করবে।
সূত্র: গ্যাজেটস নাও