স্যামসাংয়ের নতুন ফোনের সঙ্গে আসছে সুদৃশ্য ইয়ার বাডস!

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 00:43:49

বর্তমানে স্মার্টফোনের সঙ্গে মানানসই তারবিহীন ব্লুটুথ ইয়ারফোন এবং হেডফোনের জুড়ি নেই। তবে ইয়ারফোনের অগ্রভাবে থাকা ছোট্ট অংশটাই এখন ইয়ার বাডস নামে সবার কাছে পরিচিত। আর এই ছোট্ট দৃষ্টিনন্দন ডিভাইসকে বলা হয় ইয়ার বাডস।

সম্প্রতি ‘স্যামসাং এস ১০’ এর সঙ্গে বাজারে আসে স্যামসাংয়ের ইয়ার বাডস। তবে এবার গ্যালাক্সি নোট-১০ বাজারে ছাড়ার আগে তার সঙ্গে মানানসই নতুন ইয়ার বাডসের ঘোষণা দিয়েছে স্যামসাং।

যদিও বর্তমানে ব্ল্যাক এডিশন, ব্ল্যাকপিঙ্ক, সাদা এবং হলুদ রঙের। আর নতুনটির রং হবে গ্যালাক্সি নোট-১০’র মতোই সিলভার প্রিমিয়াম এডিশনে। যাকে ‘ওউরা গ্লো’ বলা হচ্ছে।

এছাড়া স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি নোট ফ্ল্যাগশিপের ফোনের সঙ্গে ইউএসবি-সি পোর্ট বিশিষ্ট তারযুক্ত ইয়ারফোন বাজারে আসবে। যাতে ‘নয়েজ ক্যান্সেল’ ফিচারটি যুক্ত থাকবে।

এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ ইউরো যা বাংলাদেশি টাকায় ১৪ হাজার ১২০ টাকা।

স্যামসাং ছাড়াও বর্তমান বাজারে অ্যাপেলের ইয়ার পডস, সনির নয়েজ ক্যান্সেলিং ওয়্যারলেস ইয়ারবাডস এবং গুগলের ইয়ার বাডস রয়েছে।

সূত্র: জীসমোচীনা

এ সম্পর্কিত আরও খবর