কানে কম শোনা ব্যক্তিদের জন্য গুগলের অ্যাপ

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 16:29:45

শ্রবণ শক্তি ক্ষীণ বা কানে কম শুনতে পান এমন ব্যবহারকারীদের জন্য গুগল সাউন্ড অ্যামপ্লিফায়ার নামের একটি অ্যাপ চালু করেছে।

সাউন্ড অ্যামপ্লিয়ার অ্যাপটি অ্যান্ড্রয়েড ভার্সন মার্শমেলোর পর থেকে এ পর্যন্ত যে কয়টি ভার্সন রয়েছে সেগুলোতে সাপোর্ট করবে। এর পাশাপাশি গুগল ‘লাইভ ট্রান্সক্রিব’ চালু করেছে।

ট্রান্সক্রিব অ্যাপটি একজন ইউজারকে যেকোনো লেখা সরাসরি পড়ে শুনাবে। আর সাউন্ড অ্যামপ্লিফায়ার শব্দের মাত্রা বাড়িয়ে নিখুঁত এবং স্পষ্টভাবে তা শুনতে সাহায্য করবে।

সাউন্ড অ্যামপ্লিফায়ার বাইরের অনাকাঙ্ক্ষিত শব্দগুলো ফিল্টার করে এবং হেডফোনে সাউন্ড নিয়ন্ত্রণ করার সুবিধা দিয়ে থাকে। যা আপনাকে নয়েজ ক্যান্সেল করে নিখুঁত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করবে।

লাইভ ট্রান্সক্রিব অ্যাপে ৭০ টি ভাষা সাপোর্ট করবে। আর এসব ভাষার লেখা থেকে অ্যাপটি সরাসরি তা একজন ইউজারকে পড়ে শুনাতে পারবে।

২০১৮ সালের গুগলের বার্ষিক আই/ও সম্মেলনে প্রতিষ্ঠানটি মানুষের সঙ্গে প্রথম সাউন্ড অ্যামপ্লিফায়ার অ্যাপটিকে পরিচয় করিয়ে দেয়।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর