আইফোনে ত্রুটি ধরিয়ে দিল গুগল

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-15 02:41:35

অ্যাপেলের আইমেসেজের বড় ধরনের ত্রুটিও ধরেরিয়ে দিয়েছে গুগলের বাগ হান্টার বা ত্রুটি শনাক্তকারী দল।

গবেশকরা বলছেন, আইমেসেজের এই ত্রুটির ফলে যেকেউ এই সিস্টেমে প্রবেশ করে একজন ইউজারের যাবতীয় তথ্য হাতিয়ে নিতে পারবে। যা সত্যিই ভয়াবহ একতা বিষয়। কিন্তু সেই ইউজার জানতেও পারবে না তার ফোনে কেউ প্রবেশ করে এমনটা করেছে।

আর এ সমস্যার ভয়াবহতা এতটাই বেশি যে অ্যাপেলের ডিভাইসটিকে সচল রাখতে তার সব কিছু মুছে ফেলতে হয়েছে।

তবে অ্যাপেল বলছে গত সপ্তাহেই তারা এরকম ত্রুটির সমাধান করেছে। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপেল গ্রাহকদের আপডেট ভার্সনটি ডাউনলোড করার আহ্বান জানিয়েছে।

কিন্তু গবেষকরা বলছেন, অ্যাপেল কে তারা  যে ছয়টি সমস্যার কথা বলেছে সেগুলো এখনো সমাধান করা হয়নি।

সুররেই বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেন, অ্যাপেলের ক্ষেত্রে এটা খুবই অস্বাভাবিক ব্যাপার।

সূত্র: বিবিসি

এ সম্পর্কিত আরও খবর