নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছর হুয়াওয়ের হ্যান্ডসেট বিক্রি বেড়েছে কয়েকগুণ।
বুধবার (৩১ জুলাই) কোম্পানিটির প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় বছরের প্রথম ছয় মাসে আগের প্রান্তিকের তুলনায় তাদের আয় বেড়েছে ২৩ শতাংশ।
একইসঙ্গে বাজারে স্মার্টফোনের সরবরাহ বেড়েছে ২৪ শতাংশ। স্মার্টফোনের বিক্রি বেড়েছে ২০ শতাংশ। এপ্রিল-জুন প্রান্তিকে হুয়াওয়ের আয় হয়েছে ৩২ দশমিক ২ বিলিয়ন ডলার। বছরের প্রথম ছয় মাসে তারা ১১ কোটি ৮০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে। দুই প্রান্তিকেই তাদের বিক্রি হয়েছে গড়ে ৫ কোটি ৯০ লাখ স্মার্টফোন।
শেয়ার বাজারের অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও আয়-ব্যয়ের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটি।
এ বিষয়ে হুয়াওয়ের চেয়ারম্যান লিয়াং হুয়া এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরকারের কাছে কালো তালিকাভুক্ত হওয়ার পরও তাদের আয় বৃদ্ধি পেয়েছে। এর মানে এই নয় যে সামনে আর কোনো প্রতিবন্ধকতা নেই। বাঁধা-বিপত্তি এখনও আছে। এই বাঁধা সাময়িকভাবে আমাদের উন্নতি করার গতি কমিয়ে দিতে পারে।
হুয়াওয়ের বিপদের সময়ে চীনা এই কোম্পানিটির পাশে দাঁড়িয়েছিলো চীনা নাগরিকরা। এসময় চীনে হুয়াওয়ে ফোনের সরবরাহ ৬৪ শতাংশ বেড়ে যাওয়ায় অন্যান্য স্মার্টফোন কোম্পানি যেমন শাওমি, অপ্পো, ভিভো ও অ্যাপলের আয় নেমে যায়।