যেসব মোবাইল ফোন চলতি বছরের ১ আগস্টের পর কেনা হয়েছে বা হচ্ছে কিন্তু সেগুলোর আইএমইআই সরকারি ডাটাবেজে থাকবে না সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।
রোববার (৪ আগস্ট) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে সংস্থাটি। এর আগে জারিকৃত নোটিশের বিপরীতে ধোঁয়াশা তৈরি হলে পুনরায় বিস্তারিত এই নোটিশ প্রকাশ করে বিটিআরসি।
নোটিশে জানানো হয়, বর্তমানে ২০১৮ সাল ও তারপর থেকে যেসব বৈধ পণ্য বাংলাদেশে এসেছে, সেগুলো সরকারি আইএমইআই ডাটাবেজে সংরক্ষিত আছে। তাই ১ আগস্টের পর থেকে যারা বাজার থেকে মোবাইল ফোন কিনবেন তারা অবশ্যই নিজের কেনা মোবাইলের আইএমইআই নম্বরটি ডাটাবেজে আছে কি-না তা পরীক্ষা করে নেবেন। অন্যথায় ভবিষ্যতে স্থাপিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সিস্টেমে অন্তর্ভুক্তি করে অবৈধ হ্যান্ডসেটটি অচল করে দেওয়া হবে।
বিদেশ থেকে আনীত মোবাইল ফোন সম্পর্কে বিটিআরসি জানায়, ভবিষ্যতে একটি রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে সঠিক দলিলাদি দিয়ে আবেদনের সাপেক্ষে এসব ফোন ডাটাবেজে সংযুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করা হবে।