জনপ্রিয় দেশি ই-কমার্স সাইট প্রিয়শপ.কম ‘ঈদ ফেস্ট’ আয়োজন করেছে। ঈদুল আজহা উপলক্ষে অনলাইনে ঘরে বসেই কেনা যাবে কোরবানির গরু। সাথে বিনা মূল্যে হোম ডেলিভারি সুবিধা। এ ছাড়া থাকছে বিভিন্ন পণ্যে ছাড়, ক্যাশব্যাক অফার, ভেল্যু প্যাক সুবিধা।
এবারের উৎসব (https://priyoshop.com/eidfest) চলবে ১২ আগস্ট অবধি। এই সময়ে প্রিয়শপ.কম থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্টে থাকবে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), সিটি ব্যাংক, লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড, এনআরবি ব্যাংক লিমিটেডে এবং ইউপে গ্রাহকেরা পাবেন ১৫ শতাংশ ডিসকাউন্ট।
এ উৎসব প্রসঙ্গে প্রিয়শপ.কমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খাঁন বলেন, ঈদ মানেই তো আনন্দ। আনন্দকে গ্রাহকেরা যেন আরও উপভোগ করতে পারে সেই লক্ষ্যে প্রিয়শপ ঈদ শপিং ফেস্টের আয়োজন করেছে। কোরবানি ঈদে অনেকেই গরু কেনা নিয়ে বিপাকে থাকেন। তাই প্রিয়শপের ঈদ ফেস্টে থাকছে গরু। সবগুলো গরুই অর্গানিক। সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি।
বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পছন্দের পণ্যটি ঘরে বসেই অর্ডার করতে পারবেন ক্রেতারা। কোরবানি ঈদ উপলক্ষে প্রিয়শপে ডিজিটাল স্কেল, ছুরি, কাঁচি ও চামচ, স্লাইসার- এসব পণ্যতেও ছাড় আছে।
এ ছাড়া থ্রি-পিস, গজ কাপড়, শাড়ি, বাহারি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, বাচ্চাদের ড্রেস, ইম্পোর্টেড জুয়েলারি, রোদ চশমা, ঘড়ি, চামড়ার বেল্ট, ওয়ালেট, ঘর সাজানোর সামগ্রী, ইলেকট্রনিকস, ও প্রসাধনীসহ বাহারি সব পণ্য পাওয়া যাচ্ছে। প্রতিটি পণ্যতেই আছে বিশেষ ছাড়।