রিসাইকেলযোগ্য পণ্য বানাবে গুগল

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 07:18:08

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করা হয়। কারণ এসব দেশের শিল্প কারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে অন্য সময়ের তুলনায় এখন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এ পর্যায়ে কার্বনের পরিমাণ কমাতে টেক জায়ান্ট গুগল একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে।

গুগল এক বিবৃতিতে জানায়, আগামী বছরের মধ্যে তাদের যন্ত্রাংশ থেকে কার্বন নির্গতের হার কমিয়ে আনা হবে এবং ২০২২ সালের মধ্যে গুগলের সকল পণ্যই রিসাইকেল করা যাবে এমন প্লাস্টিক দিয়ে তৈরি করা হবে।

গুগলের টেকসই প্রধান আন্না মেঘান বলেন, গতবছরে বিশ্বব্যাপী গুগলের পণ্য পরিবহনের আকাশ পথের পরিবর্তে নদী পথ বেছে নেওয়ায় বাতাসে কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়ার পরিমাণ ৪০ শতাংশে নেমে এসেছে।

মেঘান জানান, বর্তমানে টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষা এখন গুগলের জন্য একটি বড় মানদণ্ড, যে লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করছে।

গুগলের নয়টি থেকে তিনটি পণ্যে রিসাইকেল প্লাস্টিক ব্যবহৃত হবে। কিন্তু এর পরিমাণ ২০ শতাংশ থেকে ৪২ শতাংশ। তবে গুগল জানায়, ২০২২ সালের মধ্যে তাদের সকল পণ্যতেই ১০০ ভাগ রিসাইকেল প্লাস্টিক ব্যবহৃত হবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরও খবর