শাওমির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 01:53:16

স্মার্টফোন আসার পরে এখন প্রফেশনাল কার্যক্রম ছাড়া ভারী ক্যামেরার ব্যবহার তেমন একটা চোখে পড়ে না। আর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো পাল্লা দিয়ে বাড়াচ্ছে ক্যামেরার মেগাপিক্সেল। তবে এবার ৪৮ কিংবা ৬৪ নয় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনের ঘোষণা দিয়েছে শাওমি।

বুধবার (৭ আগস্ট) চীনে এক সংবাদ সম্মেলনে চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের পরবর্তী ফোনে স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল (আইএসওসিইএলএল) সেন্সর ব্যবহার করার ঘোষণা দিয়েছে।

শাওমির ১০৮ মেগাপিক্সেল সেন্সরের তোলা ছবির রেজুলেশন হবে ১২,০৩২x ৯,০২৪ পিক্সেল।

তবে নতুন এই সেন্সরটি কিভাবে কাজ করবে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

সম্প্রতি শাওমি তাদের আসন্ন স্মার্টফোন রেডমি তে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করবে। ধারণা করা হচ্ছে, শাওমির রেডমি নোট-৮-এ একই সেন্সর ব্যবহার করা হবে।

সূত্র: দ্য নেক্সট ওয়েব

এ সম্পর্কিত আরও খবর