স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাসের প্রি অর্ডার শুরু

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 18:47:23

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি নোট টেন প্লাস ফোনটি দেশের গ্রাহকদের কাছে তুলে দিতে শুরু হয়েছে এর প্রি অর্ডার।

বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে স্যামসাংয়ের যে কোন শোরুমে গিয়ে প্রি অর্ডার করা যাবে।

প্রি অর্ডারকারীদের জন্য থাকছে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়। ছাড়ের পর মূল্য আসে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। পাশাপাশি দি সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে পাওয়া যাবে আরও ৫ হাজার টাকা ক্যাশব্যাক।

এছাড়া নির্দিষ্ট মডেলের স্মার্টফোন দিয়ে এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এক্সচেঞ্জকৃত স্মার্টফোনের নির্ধারিত ভ্যালু বা দাম ধরার পর বাড়তি আরও ২০ হাজার টাকা ক্যাশব্যাকের সুবিধা রাখা হয়েছে।

গ্যালাক্সি নোট টেন প্লাস ক্রেতারা পাবেন সর্বোচ্চ ১ লাখ টাকার ডিসকাউন্ট ভাউচার যা পরবর্তীতে নির্দিষ্ট মডেলের স্যামসাং ফোরকে ইউএইচডি স্মার্ট টিভি কেনার সময় ব্যবহার করা যাবে।

ক্রেতাদের সুবিধা বৃদ্ধির লক্ষে নতুন ডিভাইসটি ক্রয়ের সময় দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি প্যাকেজ কিনলে ‘ওয়ান-টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট’ (নেভার মাইন্ড অফার) সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে।

 

যা যা থাকছে ফোনেঃ

৬.৮ ইঞ্চির ডব্লিউকিউএইচডি+ ডাইনামিক অ্যামোলেডের প্রায় ব্যাজেলবিহীণ ডিসপ্লের এ ফোনটিতে থাকছে অত্যাধুনিক ও অধিক শক্তিশালী ৭ ন্যানোমিটার (এনএম) এক্সিনস ৯৮২৫ প্রসেসর, ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ২৫৬ জিবি রম। আর ফোনটিতে ফাস্ট চার্জ সুবিধা থাকায় ৪,৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র ১ ঘণ্টা। কোয়াড রিয়ার ক্যামেরার এই ফোনটিতে পাওয়া যাবে ভিডিও স্ট্যাবিলাইজেশন, লাইভ ফোকাস অন ভিডিও, প্রফেশনাল গ্রেড ভিডিও এডিটিং এর মত সুবিধা। এছাড়াও এস পেন থাকায় ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে নানা ধরনের ফিচার ব্যবহার করতে পারবেন। ফোনটি বর্তমানে অরোরা ব্ল্যাক এবং অরোরা হোয়াইট রংয়ের এই দুটি প্রিমিয়াম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

উল্লেখ্য, গ্রামীণফোন গ্রাহকরা গ্যালাক্সি নোট টেন প্লাস কিনলে বিনামূল্যে ২০ জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়া জিপি স্টার প্রোগ্রামের আওতায় গ্রাহকরা প্লাটিনাম প্লাস স্টারে আপগ্রেড হতে পারবেন। প্রি অর্ডার চলবে আগামি ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত।

এ সম্পর্কিত আরও খবর