লটারি জিতে চাকরি ছাড়লেন আমাজন কর্মী

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 01:22:47

কর্মজীবনে এক চাকরি থেকে অন্য চাকরি কিংবা অবসরে যেতে হলে  ইস্তফা বা পদত্যাগ পত্র এর জন্য একটি কারণ লেখতে হয়। তবে আমাজনের একজন কর্মচারী তার ইস্তফায় এক মজার কথা লিখে শিরোনাম হয়েছেন গণমাধ্যমে।

আমাজনের কর্মচারী ডিয়েন উয়েমেস (গাড়ি চালক) তার ইস্তফায় লিখেছেন, ‘লটারি জিতেছি/অবসরে যেতে চাই’। তিনি এটি লেখার সময় আমাজন কর্তৃপক্ষ ভেবেছিলেন সে মজা করছে এবং তাকে জানানো হয় এমনটা তিনি ইস্তফায় লিখতে পারবেন না। কিন্তু পরবর্তীতে লটারির সতত্য যাচাই করে তার ইস্তফা গ্রহণ করা হয়েছে। যা ইতোমধ্যে গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ফরচুনের ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, উয়েমেস ৩০ জুলাই ‘সেট ফর লাইফ’ নামের যুক্তরাজ্যের জাতীয় লটারি জিতেছেন। সেট ফর লাইফ বলতে তার জীবনের সব ব্যয় বহন করবে সেই লটারি। এই লটারির চুক্তি অনুযায়ী উয়েমেস আগামী ৩০ বছর পর্যন্ত প্রতিমাসে ১২ হাজার ডলার করে পাবেন।

তাই উয়েমেস এখন ভাবছেন তিনি অবসর সময় কাটাবেন এবং একজন চিত্রনাট্য লেখক হবেন।

আমাজন কর্তৃপক্ষ জানায়, উয়েমেসের জন্য কোম্পানির পক্ষ থেকে শুভ কামনা রইল। প্রতিষ্ঠানটি আশা প্রকাশ করে যে, আমাজন স্টুডিও’র জন্য সে চিত্রনাট্য লিখবেন।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর