আইফোনের নতুন ফিচারটি স্টিভ জবসের অপছন্দ!

আইসিটি সংবাদ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 21:09:17

স্মার্টফোনের বাজারে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিত্য নতুন অভিনব ফিচার নিয়েই কাজ করে। এর কারণ হচ্ছে কীভাবে একটি ডিভাইসের প্রতি গ্রাহকদের মধ্যে আকৃষ্ট করা যায়।

তেমনি একটি ফিচার হচ্ছে স্মার্টফোনে ‘পেন’ বা কলম ব্যবহার করা। কিন্তু আজ থেকে ১২ বছর আগে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবস বলেছিলেন, ‘ডিভাইসে পেন কে চায়? একবার বের কর আবার ভেতরে রাখ, বিশ্রী।’

কিন্তু এবার অ্যাপলের আসন্ন আইফোন-১১ তে পেন থাকার গুঞ্জন উঠেছে। স্মার্টফোনের কেস মেকার একজন প্রকোশলীর মন্তব্যের পরেই এমনটা শোনা যাচ্ছে বলে জানায় গ্যাজেটস নাও।

অন্যদিকে মোবাইল ফোনের কেস মেকার ‘অলিক্সার’ তাদের শোরুমে ২০১৯ এ সম্ভাব্য অ্যাপেলর বেশ কিছু কেসিংয়ের প্রদর্শনী করেছে। এরমধ্যে দেখা যায়, সেইসব কেসিংয়ে পেন রাখার জন্য আলাদা জায়গা রয়েছে।

ফাঁস হওয়া তথ্য মতে, এই পেন টি অ্যাইপ্যাডের পেন্সিল থেকে আকারে কিছুটা ছোট হবে। এতে বলা হচ্ছে, আইফোন-১১ প্রো ভার্সনে এই পেন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর