স্মার্টফোনে ডকুমেন্টস স্ক্যান করার জনপ্রিয় অ্যাপ ক্যামস্ক্যানার থেকে ডিভাইসে ভাইরাস ছড়াচ্ছে বলে দাবি করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা।
ক্যাস্পারস্কাইয়ের সাইবার নিরাপত্তা গবেষকরা জানায়, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এ অ্যাপ থেকে সিস্টেমে ম্যালাশিয়াস কোড ছড়াচ্ছে। ফলে ইউজারদেরকে বিভিন্ন বিজ্ঞাপনসহ অপ্রত্যাশিত কনটেন্ট দেখানো হচ্ছে।
ধারণা করা হচ্ছে, ক্যামস্ক্যানারে যে ম্যালাশিয়াস কোডগুলো পাওয়া গেছে তা তৃতীয় পক্ষের কোনো সিস্টেম থেকে ছড়াচ্ছে।
নিরাপত্তা সংস্থা হ্যাকার হাউজের কর্মকর্তা ম্যাথিউ হিক্কেই বলেন, যদি ফোনে অটোম্যাটিক আপডেট অন করে রাখেন তাহলে ডিভাইসটি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই নিরাপদে থাকতে হলে অ্যাপটি ডিলিট করে দেওয়ার পরামর্শ দেন ম্যাথিউ। এছাড়া যারা ফোনে ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন তাদেরকে এন্টিভাইরাস ব্যবহারের পরামর্শ দেন।
ইতোমধ্যে গুগল প্লে স্টোর থেকে ক্যামস্ক্যানেরর ফ্রি ভার্সনটি সরিয়ে নেওয়া হয়েছে। প্লে স্টোর থেকে ক্যামস্ক্যানার অ্যাপটি এ পর্যন্ত ১০০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।
সূত্র: বিবিসি