বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ তার গ্রাহকদের জন্য নিয়ে আসছে লাখপতি ক্যাম্পেইন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানায়, গ্রাহকেরা প্রতি ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ-ইন করলে এবং পরে প্রশ্নের সঠিক উত্তর দিলে এক লাখ টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ (অ্যামাউন্ট) টাকা আয় করতে পারবেন। লাখপতি ক্যাম্পেইনের সময় একজন গ্রাহকের প্রাপ্ত আয় তার অ্যাকাউন্টে ৭২ ঘণ্টা পর পৌঁছে যাবে।
উল্লেখ্য, আগামী ০১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ ক্যাম্পেইনের আওতায় নগদ গ্রাহকদের জন্য প্রতি ২৫০০ টাকা বা তার বেশি ক্যাশ-ইন করলেই এ সুযোগ থাকছে। এ ছাড়া নতুন রেজিস্ট্রেশন করেও এ ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।
ক্যাম্পেইনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে নগদ-এর ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে।