স্যামসাংয়ের পরবর্তী ৫জি ফোন

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 05:54:04

স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের স্মার্টফোনগুলোর কি ফিচার এবং পারফরমেন্স গ্রাহকদের কাছে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। তাই স্যামসাংয়ের পরবর্তী ৫জি ফোনটি 'এস' সিরিজে নয় 'এ' সিরিজে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ফাঁস হওয়া একটি অফিশিয়াল পোস্টারে দেখা যায়, স্যামসাংয়ের পরবর্তী ৫জি ফোনটি ‘এ-৯০ ৫জি’ মডেল । প্রকাশিত পোস্টারে গ্যালাক্সি এ-৯০ ফোনের কিছু ফিচার উল্লেখ করা হয়েছে।

ডিসপ্লে

ছবিতে দেখা যায়, এতে রয়েছে স্যামসাংয়ের ট্রেন্ডি ওয়াটারড্রপ নচ ইনফিনিটি ডিসপ্লেতে নাম মাত্র বেজেলে ফুল স্ক্রিন ফোন। ধারণা করা হচ্ছে, ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

ক্যামেরা

ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ। এর প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড ৮ এবং ডেপথ সেন্সরের জন্য ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

তবে এর সেলফি ক্যামেরাটি কোথায় তা শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকতে পারে।

৫জি

গ্যালাক্সি এ-৯০ ফোনের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হবে ৫জি মোবাইল নেটওয়ার্ক সুবিধা। এতে কোনো সন্দেহ নেই যে স্যামসাং এই ফোনে অন্যান্য ডেভেলপমেন্ট থেকে নেটওয়ার্ক সিস্টেমে বেশি নজর দিয়েছে।

তবে ফোনটি কবে বাজারে ছাড়া হবে এবং এর বাজারমূল্য কত হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি স্যামসাং কর্তৃপক্ষ।

সূত্র: জীসমোচীনা

এ সম্পর্কিত আরও খবর