ক্লিকজো ডটকম ডট বিডি আপনাদের জন্য আবারো নিয়ে এসেছে ‘৯৯ টাকা অ্যামেজিং ডিল’।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত কাস্টমাররা এই সুবিধা উপভোগ করতে পারবেন। এই ‘Amazing Deal’-এ ১০০ জন কাস্টমার শার্ট পিস, প্যান্ট পিস, মানিব্যাগ, হেডফোন কিনতে পারবেন মাত্র ৯৯ টাকায়। উল্লেখ্য, এই ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় থাকছে ই-কমার্স জগতের জনপ্রিয় সেলার ‘Officer BD’। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম ডিজিটাল মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তাটোয়েন্টিফোর.কম।
www.clicxo.com.bd ওয়েবসাইটের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।