দুর্দান্ত গতি আর মাল্টিটাস্কিং সুবিধা দিতে ৮ গিগাবাইট র্যাম সমৃদ্ধ ‘এ৯ ২০২০’ স্মার্টফোন নিয়ে আসছে অপো। অধিক র্যাম থাকায় হাই-ইন্টেন্সিভ গেমিং এবং কন্টেন্ট তৈরিতে দারুণ সহায়ক হবে স্মার্টফোনটি।
রোববার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো জানায়, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের বাজারে আসতে পারে ফোনটি।
ফোনটিতে থাকছে ৪কে ভিডিও প্রসেসিংয়ের সুবিধা। এছাড়া থাকছে অপোর নিজস্ব অপারেটিং সিস্টেম ‘কালার ওএস ৬.১’।
অপো এ৯-এর পূর্বসূরি স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকলেও নতুন সংস্করণে চারটি ক্যামেরার সমন্বয়ে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ইন্টারনাল মেমোরির ক্ষেত্রে পূর্বের ১২৮ গিগাবাইট থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
বিশেষ করে গেমিং স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া ফোনে দেওয়া হয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ।