অবসরে জ্যাক মা, আলিবাবার নতুন প্রধান ড্যানিয়েল ঝাং

আইসিটি সংবাদ, টেক

আইসিটি ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 01:36:52

ই-কমার্স জায়ান্ট আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান জ্যাক মা আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। জ্যাক মার স্থলে এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলিবাবার সিইও ড্যানিয়েল ঝাং।

তবে জ্যাক মা অবসর নিলেও ৩৬ সদস্যের আলিবাবা পার্টনারশিপের সদস্য থাকবেন তিনি।

আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ায়, স্বভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ই-কমার্স ব্যবসায়। এই অবস্থায় জ্যাক মার সরে যাওয়া নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ। তবে তার অবসর যাওয়ার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিলো।

আলিবাবার শীর্ষপদ থেকে জ্যাক মার সরে যাওয়া যেন এক যুগের অবসান। ১৯৯৯ সালে তিনি আলিবাবার প্রতিষ্ঠা করেন। এরপর আমেরিকার খুচরা ব্যবসায়ীদের সঙ্গে চীনা পণ্য রফতানিকারকদের মধ্যে সেতুর কাজ করে আলিবাবা।  স্বপ্নের উত্থান হয় জ্যাক মার। জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে আলিবাবার আয় ছিল এক হাজার ৬৭০ কোটি ডলার। জ্যাক মার হাত ধরে বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সংস্থা হয়ে ওঠে আলিবাবা।

চেয়ারম্যান পদ ছেড়ে দিলেও এখনও চীনের সবচেয়ে ধনী ব্যক্তিই রয়ে গিয়েছেন জ্যাক মা। ব্লুমবার্গের তালিকায় বিশ্বের ২০ জন ধনকুবেরের তালিকায় রয়েছেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ১৮০ ডলার।

এ সম্পর্কিত আরও খবর