স্মার্টফোন নির্মাতা ভিভোর ফোনের অভিনব ডিজাইন এবং ফিচার বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ভিভোই প্রথম পপআপ সেলফি ক্যামেরার প্রচলন করে। এবার ভিভোর নতুন ফ্ল্যাগশিপ ফোন নেক্স-৩ এ ৯৯.৬ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে ভিভো দাবি জানায়, স্মার্টফোনে এর আগে এতো বেশি রেশিও আর কেউ দিতে পারেনি, ভিভোই প্রথম। বিশেষ আকর্ষণ হিসেবে ভিভো নেক্স-৩ এ থাকছে ওয়াটারফল ডিসপ্লে।
ভিভো নেক্স-৩ এর ফিচারগুলো হচ্ছে-
ভিভোর এই ফ্ল্যাগশিপ ফোনটি হবে ৫জি সুবিধা সম্পন্ন। এতে থাকছে ৬.৮৯ ইঞ্চির ফুলএইচডি প্লাস অ্যামোলেড ওয়াটারফল ডিসপ্লে।
হেভি গেমারদের চাপ সামলাতে এতে ৮/১২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। আর ডিফল্ট মেমোরিতে থাকছে ১২৮/২৫৬/৫১২ জিবির জায়ন্ট স্টোরেজ।
ভিভো নেক্সের কার্যক্ষমতা বৃদ্ধি করতে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট ব্যবহৃত হয়েছে। আর গ্রাফিক্স সেকশনে থাকছে অ্যাডরেনো ৬৪০ জিপিইউ।
ক্যামেরা সেকশনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ধারণা করা হচ্ছে, ভিভো নেক্সে প্রাইমারি সেন্সরে থাকবে ৬৪ মেগাপিক্সেল। বাকি দুটি ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। আর সেলফি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
তবে ফোনটি কবে নাগাদ বাজারে পাওয়া যাবে এবং এর দাম কত হবে তা জানায়নি ভিভো।
সূত্র: জীসমোচীনা