স্ট্রিমিং ডিভাইস আনবে ফেসবুক!

সোশ্যাল মিডিয়া, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 01:56:20

অনলাইনে ভিডিও দেখার জন্য এখন ইউটিউব, আমাজন প্রাইম এবং নেটফ্লিক্স ছাড়াও স্ট্রিমিং ডিভাইস তৈরির প্রবণতা বাড়ছে। তারই ধারবাহিকতায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্রিমিং ডিভাইস তৈরির কাজ করছে।

অ্যামাজন ফায়ার স্টিকের মতো ফেসবুকের ডিভাইসটি টিভির সঙ্গে যুক্ত করে অনলাইন থেকে পছন্দের টিভি শো দেখা যাবে। অর্থাৎ টিভিতেই পাচ্ছেন অনলাইন স্ট্রিমিং সুবিধা।

ভ্যারাইটি ডট কমের প্রতিবেদন অনুযায়ী, স্ট্রিমিং ডিভাইসটিতে ক্যামেরা ফিচার, ভিডিও চ্যাটিং এবং অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তি সুবিধা থাকবে।

ইতোমধ্যে ফেসবুক তাদের ভিডিও স্ট্রিমিং ডিভাইসে নেটফ্লিক্স, ডিজনি এবং এইচবিওকে কনটেন্ট দেওয়ার জন্য আবেদন করেছে। আর এবছরের শেষ দিকে শুধুমাত্র ভিডিও চ্যাটিংয়ের জন্য ফেসবুকের ডিভাইস পোর্টালের আপডেট ভার্সন ছাড়া হবে।

সূত্র: আইএএনএস

এ সম্পর্কিত আরও খবর