একসঙ্গে তিন ক্যামেরায় ভিডিও করা যাবে নতুন আইফোনে!

মোবাইল ফোন, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 06:48:39

নতুন আইফোনকে ঘিরে অ্যাপলের ইভেন্টে ছিল ব্যাপক উন্মাদনা। আইফোন-১১ প্রো এবং প্রো ম্যাক্সের মাল্টিক্যাম ফিচারটি ছিল চুম্বকীয় অংশ। যা নিয়ে ইতোমধ্যে ক্রেতাদের মাঝে বিপুল আগ্রহ দেখা গেছে।

ইভেন্টে মাল্টিক্যাম ফিচারটিকে হাই-লাইট করতে অ্যাপল চলচ্চিত্র নির্মাতা সিন বেকারকে স্টেজে নিয়ে আসে। সম্পূর্ণ নতুন আইফোন ১১ প্রো, প্রো ম্যাক্স দিয়ে ভিডিও এবং এডিট করা একটা ট্রেইলর দেখানো হয়।

সিন বেকার বলছিলেন, কিভাবে অ্যাপলের এই ছোট্ট ডিভাইসটি দিয়ে তারা পেশাদার ক্যামরার কাজ করছেন। যার আকর্ষণীয় বিষয় ছিল এর ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফি দিয়ে মাল্টিক্যাম মুডে ভিডিও ধারণ করার সুবিধা। অর্থাৎ একসাথে একটি ভিডিওর জন্য এখন আর আলাদা আলাদা শুট করা লাগবে না। একই সময়ে তিনটি ক্যামেরা দিয়ে ওয়াইড-লং-ক্লোজ অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করা যাবে।

তবে যাদের হাতে আইফোনের পুরাতন ভার্সন এক্সএস, এক্সএস ম্যাক্স এবং এক্সআর আছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই মডেলের ফোনগুলোতেও ফিচারটি পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে অ্যাপল।

এই ফিচারটি পেতে আইফোনে ফিলমিক প্রো অ্যাপের সর্বশেষ আপডেট ভার্সনটি ডাউনলোড করতে হবে। যা এবছরের শেষের দিকে ছাড়া হবে।

সূত্র: গ্যাজেটস নাও

এ সম্পর্কিত আরও খবর