সম্প্রতি অপো তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে ৬৫ ওয়াটের নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে। যা অপো রেনো এইস স্মার্টফোনে ব্যবহার করা হবে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে, অপো তাদের নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং স্মার্টফোনের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে পাশাপাশি দুটি ফোন রাখা হয়েছে। একটি ফোনে ৬৫ ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জিং অন্যটিতে শুধু ভোক ৩.০ চার্জিং সুবিধা। ১৫ সেকেন্ডের এই সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই অপো রেনো এসের ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে।
OPPO Reno Ace 65w!
— Ice universe (@UniverseIce) September 17, 2019
30min 100% 4000mAh pic.twitter.com/5WRBM33N0W
অপোর নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি বর্তমান বাজারে থাকা ৫০ ওয়াট সুপারভোক প্রযুক্তি থেকে ৩০ শতাংশ দ্রুত কাজ করবে।
উইবোতে অপোর দেওয়া এক বিবৃতি অনুযায়ী, অক্টোবরের ১০ তারিখে চীনের বাজারে ছাড়া হবে অপো রেনো এইস।
ধারণা করা হচ্ছে, অপো রেনো এইসের হার্ডওয়্যার সেকশনে স্ন্যাপড্রাগ ৮৫৫ প্লাস চিপসেট এবং ৫জি নেটওয়ার্ক সুবিধা।
তবে ফোনটিতে সঠিক কী কী ফিচার থাকছে এবং বাজার মূল্য কত হবে তা এখনও জানায়নি। প্রতিষ্ঠানটি।
সূত্র: জীসমোচীনা