চীনা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমি’র সাব ব্র্যান্ড রেডমির আধুনিক ফিচারসমৃদ্ধ ফোন দিয়ে স্মার্টফোনের বাজারে নিজেই আলাদা একটি স্থান করে নিয়েছে। সম্প্রতি রেডমি’র কে-২০ প্রো ডিভাইসটির এক্সক্লুসিভ এডিশনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রেডমি’র এই ফোনটি স্মার্টফোনের বাজারে একটি বড় প্রভাব ফেলবে। মূলত এর শক্তিশালী হার্ডওয়্যার এবং এক্সক্লুসিভ ফিচার নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
এই ফোনে রয়েছে ৬.৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এক্সক্লুসিভ এডিশনের প্রাইমারি ক্যামেরায় থাকছে স্যামসাংয়ের ৬৪ মেগাপিক্সেল সেন্সর।
রেডমি’র কে-২০ প্রো ডিভাইসটির এক্সক্লুসিভ এডিশনের হার্ডওয়্যার সেকশনে থাকছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবির জায়ান্ট ইন-বিল্ট স্টোরেজ। এই সেটআপটি থেকেই অনুমান করা যাচ্ছে ফোনটির কার্যক্ষমতা নিয়ে। যা বিরামহীন পারফরমেন্স এবং হেব্বি ব্রাউজিংয়ের চাপ সামলাবে অনায়াসেই। এছাড়া এতে স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট ব্যবহার করা হয়েছে।
রেডমি’র কে-২০ প্রো ডিভাইসটির এক্সক্লুসিভ এডিশনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৮২৯ টাকা।
সূত্র: জীসমোচীনা