বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ২১তম জন্মবার্ষিকী আজ। বিভিন্ন বিখ্যাত মানুষের জন্মদিন, মৃত্যুদিবস ও বিশেষ দিনগুলো ডুডলের মাধ্যমে এর ইতিহাস তুলে ধরে গুগল। আর সেই রীতিতেই নিজের জন্মদিনে নতুন একটি ডুডল প্রকাশ করেছে গুগল।
ডুডলটিতে দেখা গেছে, পুরনো মডেলের একটি ডেক্সটপ কম্পিউটারের মনিটরে ১৯৯৮ সালের সার্চ ইঞ্জিনটি ভেসে উঠেছে, আর তার ওপরে বড় করে গুগল লেখা।
নেট দুনিয়ায় সবকিছুতে একক আধিপত্য দখল করে রেখেছে এই প্রতিষ্ঠানটি। যেকোনো প্রয়োজনে গুগলে সার্চ দিলেই সব তথ্য নিমিষেই চোখের সামনে চলে আসে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ল্যারি পেজ ও সার্জে ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা। কোম্পানি হিসেবে ১৯৯৮ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ৪ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু হলেও অফিশিয়ালভাবে ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করা হয়।
গুগল প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল পৃথিবীর সব তথ্যকে একত্রিত করা ও বিশ্বব্যাপী তা ছড়িয়ে দেওয়া। সেই উদ্দেশ্য পূরণে ল্যারি পেজ ও সার্জে ব্রিন শতভাগ সফল হয়েছেন।