জনপ্রিয় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ উবারে এখন থেকে পোষা প্রাণী নিয়ে ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা।
মূলত, কোনো যাত্রী রাইডে তার সঙ্গে পোষা বিড়াল অথবা কুকুর নিয়ে আসতে পারে যা উবার চালকের পক্ষে জানা সম্ভব হয় না। এর ফলে যাত্রীদের সঙ্গে রাইডারের বিভিন্ন সময় বাক বিতণ্ডার মতো সমস্যার সৃষ্টি হয়। তাই নতুন ফিচারের মধ্যমে কোনো যাত্রী তার পোষা প্রাণী নিয়ে উঠতে চাইলে আগে থেকেই উবার চালককে জানাতে পারবেন।
উবার নতুন এই ফিচারটিকে বলছে ‘উবার পেট’ যা আগামী ১৬ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট শহরের মধ্যে চালু করা হবে।
এরআগে দেখা যায়, যাত্রীরা উবার চালককে না জানিয়েই তাদের পোষা প্রাণী নিয়ে উঠে পড়তেন। যা পরবর্তীতে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। অন্যদিকে রাইডারকে আগে থেকে জানানো হলে প্রায়ই দেখা যায় রাইড বাতিল করে দেওয়া হয়। এজন্য এ সমস্যা সমাধানে উবার পেট ফিচার নামের নতুন সিস্টেমটি নিয়ে এসেছে।
তাই এখন থেকে উবার পেট সার্ভিস নিতে হলে যাত্রীকে তিন থেকে পাঁচ ডলার বাড়তি গুনতে হবে।
উবার পেট যুক্তরাষ্ট্রের অস্টিন, ডেনভার, ন্যাশভিল, মিনিয়াপোলিস-সেন্ট পল, ফিলাডেলফিয়া, ফিনিক্স এবং ট্যাম্পা বে শহরে সেবাটি পাওয়া যাবে।
সূত্র: দ্য ভার্জ