বর্তমানে প্রযুক্তি দুনিয়ার অন্যতম জনপ্রিয় ও আলোচিত নাম ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও তিনি বেশ আলোচিত ব্যক্তিত্ব। তার শেয়ার করা পোস্ট, টেসলা গাড়ি সম্পর্কে কৌতুক শেয়ার করেও প্রায়ই ভাইরাল হন তিনি।
সম্প্রতি এই সফল বিনিয়োগকারী ও প্রকৌশলী টুইটারে তার ভক্তদের উদ্দেশে একটি বইয়ের নাম শেয়ার করেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উপরে স্টুয়ার্ট রুসেল লিখিত বইটিকে তিনি সেরা বলে অবিহিত করেন।
স্টুয়ার্ট রুসেলের ‘হিউম্যান কম্প্যাটিবল’ বইটিকে তিনি একটি যোগ্য বই বলে উল্লেখ করেছেন টুইটারে। যেখানে লেখক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর ভবিষ্যৎ সমস্যা এবং সমাধানের কথা বলেছেন।
স্টুয়ার্ট রুসেলে কম্পিউটার সাইন্সের অধ্যাপক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের স্মিথ জাডেথ চেয়ারপার্সন। তিনি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম কাউন্সিলের এআই এবং রোবটিক্সের ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং জাতিসংঘের আর্মস কন্ট্রোলের উপদেষ্টা।
সূত্র: গ্যাজেটস নাও