দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাংয়ের ‘এ’ সিরিজের বেশকিছু স্মার্টফোন জনপ্রিয়তা লাভ করেছে। তার মধ্যে গ্যালাক্সি এ-৯০ ফোনের দুর্দান্ত ফিচার ও স্টাইলিশ ক্যামেরা ব্যাপক সাড়া ফেলেছে। তারই ধারাবাহিকতায় এ সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে ছাড়বে স্যামসাং।
জিএসএম এরিনায় প্রকাশিত খবর অনুযায়ী, স্যামসাংয়ের এ সিরিজের নতুন স্মার্টফোনটির মডেল 'এ৯১' নির্ধারণ করা হয়েছে। তবে ফোনটি বাজারে আসার আগেই এর বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেছে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি থাকছে স্যামসাংয়ের নতুন ডিভাইসে:
ডিসপ্লে
ডিভাইসের বিশাল জায়গা জুড়ে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা গ্যালাক্সি এ-৯০’র মতোই।
ক্যামেরা
ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এরমধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
এর প্রাইমারি ক্যামেরা সেন্সরে অপটিক্যাল ইমেজ স্ট্যাবলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
সেলফি প্রেমীদের সুপার ব্রাইট সেলফি তুলতে থাকছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফাস্ট চার্জিং
গ্যালাক্সি এ-৯০ তে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। হার্ডওয়্যার সেকশনে দ্রুতগতির স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট রয়েছে।
হার্ডওয়্যার/সফটওয়্যার
ফোনের বিরতিহীন পারফরমেন্স নিশ্চিত করতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
বিভিন্ন অনলাইন প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের এই ডিভাইসটিতে গুগলের সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ ১০ অপারেটিং সিস্টেম থাকবে।
তবে ফোনটির বাজারমূল্য কত হবে এবং কবে বাজারে ছাড়া হবে তা জানা যায়নি।
সূত্র: জিএসএম এরিনা