উবারে এক বছরেই ৩ বার কর্মী ছাঁটাই

বিবিধ, টেক

টেক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:35:57

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ উবার এবছরের মধ্যে তৃতীয়বারের মত কর্মী ছাটাই করল।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহীর এক ইমেইল বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি উবার থেকে ৩৫০ জন কর্মচারী যা তাদের জনবলের প্রায় ১.৫ শতাংশ কর্মীকে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে উবার রাইড এবং উবার ইট টিমের বেশকিছু কর্মীকেও ছাটাই করা হয়েছে।

ইমেইলের বিবৃতি অনুযায়ী, একটি বিশাল সংখ্যক কর্মীদেরকে অন্য জায়গায় স্থানান্তর হওয়ার জন্য বলা হয়েছে।

খোসরোশাহী বলেন, ‘শেষবারের মতো নতুন করে কর্মী ছাটাইয়ের প্রক্রিয়াটি গত মাসে শুরু করা হয়েছে। আমরা কীভাবে কাজ করি তার মধ্যে একটি নতুন পরিবেশ সৃষ্টি করতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে: সদৃশ কাজ চিহ্নিতকরণ এবং ছাটাই করা, কর্মক্ষেত্রে হাই পারফরম্যান্স নিশ্চিত করা এবং কেউ ব্যর্থ হলে তাকে সরাসরি ফিডব্যাক দেওয়া হবে। তারপরেও যদি তা পূরণ করতে না পারে তাহলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে।’

এর আগে, জুলাই মাসে উবারের মার্কেটিং টিম থেকে ৪০০ এবং সেপ্টেম্বরে ৪৩৫ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।

সূত্র: টেক ক্রাঞ্চ

এ সম্পর্কিত আরও খবর