টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে দেশের বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, বিটিআরসি সিদ্ধান্ত নিয়েছে বলেই অপারেটর দুটিতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিআরসি প্রস্তাব পাঠিয়েছে, আমরা অনুমোদন দিয়েছি। এখন বিটিআরসি তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
গত এপ্রিলে ১২ হাজার ৫৮০ কোটি টাকা বকেয়া দাবি করে গ্রামীণফোনকে এবং ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে নোটিশ পাঠায় বিটিআরসি। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়।কিন্তু দুই সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করায় বিটিআরসি গত ৪ জুলাই অপারেটর দুটির ব্যান্ডউইথ সীমিত করে দেয়। এরপরও কোন উদ্যোগ না নেওয়ায় গত ৫ সেপ্টেম্বর কেন অপারেটর দুটির লাইসেন্স বাতিল হবে না তা জানতে চেয়ে কারণ দর্শাও নোটিশ পাঠায় বিটিআরসি। নোটিশে ৩০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।
আরও পড়ুন: গ্রামীণফোনের কাছ থেকে পাওনা আদায়ে হাইকোর্টের ২ মাসের নিষেধাজ্ঞা